ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠি-পটুয়াখালীতে হোম কোয়ারেন্টাইনে আরও ২ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
ঝালকাঠি-পটুয়াখালীতে হোম কোয়ারেন্টাইনে আরও ২ জন

ঝালকাঠি: বরিশাল বিভাগের পটুয়াখালী ও ঝালকাঠি জেলায় সিঙ্গাপুরফেরত আরও ২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এ নিয়ে গতকাল থেকে আজ শুক্রবার (১৩ মার্চ) বিকেল পর্যন্ত বরিশাল বিভাগে মোট ১৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখার তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

তিনি জানান, বিভাগের মধ্যে বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালী জেলায় মোট ১৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

নতুন ২ জনের একজন ঝালকাঠির রাজাপুর উপজেলা ও অপরজন পটুয়াখালীর দুমকী উপজেলার। তারা দুজনই সিঙ্গাপুর থেকে এসেছেন। তবে এখন পর্যন্ত তাদের কারও শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।  

‘জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা হোম কোয়ারেন্টাইনের প্রধান পর্যবেক্ষক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির পক্ষ থেকে সার্বক্ষণিক তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেওয়া হচ্ছে। এছাড়া কোয়ারেন্টাইনে থাকা বাকি ১৫ জনের মধ্যে পটুয়াখালীতে ৪ চীনা নাগরিক আছেন। তাদের কলাপাড়া উপজেলার পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।  

এদিকে বরিশালের ৭ জনের মধ্যে চারজন গৌরনদী, দুজন হিজলা ও একজন বাকেরগঞ্জে আছেন। গৌরনদীর চারজন ইতালিফেরত, হিজলার একজন সৌদিআরব ও অপরজন সিঙ্গাপুর থেকে দেশে এসেছেন। এছাড়া বাকেরগঞ্জের একজন মালয়েশিয়াফেরত।  

অন্যদিকে ঝালকাঠির ৪ জনের মধ্যে নেদারল্যান্ডের একজন, সিঙ্গাপুরের একজন ও সৌদি আরবের দুজন রয়েছেন। তারা সবাই রাজাপুর উপজেলার বাসিন্দা।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
এমএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।