শুক্রবার (১৩ মার্চ) দুপুরে শিশুটি বাড়ির সামনের নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোরেলগঞ্জ স্টেশনের সদস্যরা শিশু হাসিবকে উদ্ধারে অভিযান শুরু করেছে।
হাসিব উপজেলার পশ্চিম বহরবুনিয়া গ্রামের মিলন তালুকদারের ছেলে। সে ৮৮ নম্বর ফুলহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা সঞ্জয় কুমার দেব বলেন, শিশুটির সন্ধান পেতে অভিযান শুরু করেছি। নিজস্ব ডুবুরি দল না থাকায় উদ্ধার অভিযানে কিছুটা সমস্যা হচ্ছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাবে। আশাকরি আমরা শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হব।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
আরএ