শুক্রবার (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২টায় নগরের অশ্বিনী কুমার হলে খেলাঘরের দু’দিনের বরিশাল জেলা সম্মেলন ও শিশু সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আমাদের ভেতর কিছু অভিভাবক আছেন যারা তদবিরসহ বিভিন্ন মাধ্যমে শিশুদেরকে ভালো স্কুলে ভর্তি করাতে চান।
খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতি ও শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (নগর বিশেষ শাখা) জুলফিকার আলী হায়দার, খেলাঘর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আলী ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ অন্য অতিথি ও অংশগ্রহনকারীরা জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করে।
পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন ও শিশু সমাবেশের আহ্বায়ক এবং খেলাঘর বরিশাল জেলার সাধারণ সম্পাদক কৌশিক আহমেদ রাহাত।
শিশু সমবেশে বরিশাল জেলার ১৬টি শিশু সংগঠনের কয়েকশ শিশু অংশগ্রহণ করে।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
এমএস/এবি