ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বিদেশফেরতদের ১৪ দিন বাড়িতে থাকার অনুরোধ: ফ্লোরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
বিদেশফেরতদের ১৪ দিন বাড়িতে থাকার অনুরোধ: ফ্লোরা

ঢাকা: রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, যারা বিদেশ থেকে এসেছেন এবং তাদের সংস্পর্শে রয়েছেন তারা যেন ১৪ দিন সেলফ কোয়ারেন্টাইনে থাকেন।

শনিবার (১৪ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর মহাখালীর আইইডিসিআর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফ্লোরা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে।

চীনসহ বিশ্বের ১২৮টি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। যেসব দেশের পরিস্থিতি খুবই খারাপ, সেসব দেশ থেকে আসা যাত্রীরা এ নিয়ম-কানুন যেন মেনে চলে।

তিনি বলেন, আমরা বলছি না তারা করোনা ভাইরাসে আক্রান্ত। তারা দেশে আসার সময় এ ভাইরাস প্রবেশ করতে পারে। তাই তাদের আমরা শতর্ক করছি।

ফ্লোরা বলেন, সৌদি দূতাবাসের মাধ্যমে জানানো হয়েছে, যারা সৌদি আরব যেতে ইচ্ছুক, তারা যেন সরাসরি সৌদি আরব যায়। অন্য কোনো ট্রানজিট ব্যবহার না করে। তবে কারো করোনা ভাইরাস মুক্তির সনদের প্রয়োজন নেই।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় আইইডিসিআরের হটলাইনে তিন হাজার ৬৮৫টি কল এসেছে। এরমধ্যে করোনা ভাইরাস সংক্রান্ত তিন হাজার ৬০৩টি কল ছিল। আর গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস আশঙ্কায় ২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যদিও কেউ শনাক্ত হয়নি। এছাড়া এখন পর্যন্ত নয়জন হাসপাতালে আইসোলেশনে আছেন। চারজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা আছে।

ইতালি থেকে দেশে ফেরা বাংলাদেশিদের প্রসঙ্গে আইইডিসিআর পরিচালক বলেন, ইতালির বিভিন্ন জায়গা থেকে দেশে ফেরা ১৪২ জন বর্তমানে আশকোনা হজ ক্যাম্পে অবস্থান করছেন। তাদের প্রাথমিকভাবে পরীক্ষা করা হয়েছে। তাদের সঙ্গে কথাবার্তা বলে বিস্তারিত জেনে ও দরকারি পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
পিএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।