শনিবার (১৪ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে করোনা ভাইরাস সংক্রান্ত জরুরি বৈঠক শেষে জাহিদ মালেক এ কথা বলেন।
তিনি বলেন, আমরা এই সময় আক্রান্ত দেশগুলো থেকে লোকজনকে না ফেরার জন্য অনুরোধ করেছিলাম।
জাহিদ মালেক বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত দেশ থেকে ফেরা সবাইকে কোয়ারান্টাইনে থাকতে হবে। কোয়ারান্টাইনে ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে তারপর তাদের বাড়ি ফিরতে হবে। এরপর থেকে অন্যান্য আক্রান্ত দেশগুলো থেকে কোনো যাত্রী দেশে ফিরলে তাকেও বাধ্যতামূলক কোয়ারান্টাইন করা হবে। প্রয়োজনে এ নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হবে।
মন্ত্রী বলেন, দেশে তিনজন করোনা ভাইরাস সংক্রমণের রোগী ছিলেন। তাদের সবাই এখন সুস্থ। একজন ইতোমধ্যেই বাড়িতে চলে গেছেন। অন্য দুইজনের নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। তারা অচিরেই সুস্থ অবস্থায় বাড়ি চলে যাবেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ মুহূর্তে বিশ্বের ঝুকিপূর্ণ দেশগুলো থেকে আসা এত বেশি সংখ্যক মানুষকে অরক্ষিত অবস্থায় ছেড়ে দিয়ে দেশের কোটি কোটি মানুষকে আমরা ঝুঁকিতে ফেলতে পারি না।
এসসময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. বার্ধন জাং রানাসহ অধিদপ্তরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর শিশু হাসপাতালে হাম-রুবেলা দিকাদান কর্মসূচি-২০২০ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
পিএস/টিএ