ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
নরসিংদীতে পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

নরসিংদী: নরসিংদীতে ছেহারুন বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে সদর উপজেলার মধ্যশীলমান্দি এলাকার হাজি মোস্তফা মিয়ার পুকুর থেকে গলায় শাড়ি পেচানো মরদেহ উদ্ধার করা হয়। ছেহারুন একই এলাকার মৃত সোনা মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, স্বামী মারা যাওয়ার পর থেকে ছেহারুন বেগম বেশিরভাগ সময় বাড়ির বাইরে পরিচিত লোকদের বাড়িতে ঘুরে বেড়াতে পছন্দ করতেন। তার দুই মেয়ে। তাদের বিয়ে হয়ে গেছে। মেয়েদের দেওয়া টাকায় তিনি জীবিকা নির্বাহ করতেন। গত শুক্রবার তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। শনিবার বিকালে স্থানীয়রা পুকুরে তার মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদ, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান, পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা এখনই বলা সম্ভব হচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।