ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মুজিববর্ষ: নগর পরিচ্ছন্নতা কর্মসূচি তদারকি করছেন লিটন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
মুজিববর্ষ: নগর পরিচ্ছন্নতা কর্মসূচি তদারকি করছেন লিটন

রাজশাহী: মুজিববর্ষকে সামনে রেখে ‘পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে নগরের দক্ষিণ থেকে উত্তরমুখী কালভার্ট ও ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ চলমান রয়েছে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে নগরের তেরোখাদিয়ায় ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শন করেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এসময় রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোহাম্মদ মামুন, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) সাজ্জাদ আলী উপস্থিত ছিলেন।

এর আগে ৪ মার্চ নগরের দক্ষিণ থেকে উত্তরমুখী ৪৬টি কালভার্ট এবং বিভিন্ন ড্রেনের ৯০ দিনব্যাপী কাদামাটি উত্তোলন কাজের উদ্বোধন করেন সিটি মেয়র। বর্ষা মৌসুমের আগে এই কর্মসূচি বাস্তবায়নের ফলে কালভার্ট ও ড্রেনে পানির প্রবাহ বৃদ্ধি পাবে, নগরে জলাবদ্ধতা হবে না এবং মশার বংশ বিস্তার রোধ হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
এসএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।