শনিবার (১৪ মার্চ) দুপুরে নগরের তেরোখাদিয়ায় ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শন করেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এসময় রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোহাম্মদ মামুন, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) সাজ্জাদ আলী উপস্থিত ছিলেন।
এর আগে ৪ মার্চ নগরের দক্ষিণ থেকে উত্তরমুখী ৪৬টি কালভার্ট এবং বিভিন্ন ড্রেনের ৯০ দিনব্যাপী কাদামাটি উত্তোলন কাজের উদ্বোধন করেন সিটি মেয়র। বর্ষা মৌসুমের আগে এই কর্মসূচি বাস্তবায়নের ফলে কালভার্ট ও ড্রেনে পানির প্রবাহ বৃদ্ধি পাবে, নগরে জলাবদ্ধতা হবে না এবং মশার বংশ বিস্তার রোধ হবে।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
এসএস/এইচএডি/