ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধার সেই ভাটাকে শোকজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
গাইবান্ধার সেই ভাটাকে শোকজ

গাইবান্ধা: বাংলানিউজে খবর প্রকাশের পর গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ১২শ’ ইট উল্টে শিশু প্রতি ১০ টাকা পারিশ্রমিক দেওয়া এইচআরবি ব্রিকসকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন। 

শনিবার (১৪ মার্চ) বিকেলে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নবী নেওয়াজ।  

তিনি জানান, অভিযুক্ত ওই ইটভাটার মালিককে রোববার (১৫ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসন কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

 

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, শিশুশ্রম আইন-২০০৬ উপেক্ষা করে শিশু শ্রমিকে নিয়োগ করায় অভিযুক্ত ইটভাটার মালিকের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তার সন্তোষজনক জনাব/প্রমাণসহ উপস্থিত থাকতে বলা হলো।  

উপজেলার বনগ্রাম ইউনিয়নের বদলাগাড়ী গ্রামে রুবেল ফরহাদের এইচআরবি ইটভাটাটি অবস্থিত।

** ১২শ ইট উল্টে পারিশ্রমিক মেলে ১০ টাকা!

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।