ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীর বিলোনীয়া স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
ফেনীর বিলোনীয়া স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ বন্ধ বিলোনীয়া স্থলবন্দর। ছবি: বাংলানিউজ

ফেনী: করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্কে পরশুরামের বিলোনীয়া স্থলবন্দরে বাংলাদেশি যাত্রীদের ভারতে যাতায়াতসহ আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে। তবে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের শুধু নিজ দেশে প্রবেশের সুযোগ রয়েছে।

স্থলবন্দর সূত্র জানিয়েছে, শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১২টা থেকে ভারতীয় অংশের মুহুরীঘাট কেন্দ্রে কোনো বাংলাদেশি ভিসাধারী যাত্রীদের ভারতে ঢুকতে না দিয়ে ফেরত পাঠানো হচ্ছে। তবে শনিবার (১৪ মার্চ) চার ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছেন।

আর বাংলাদেশ থেকে ফেরত গিয়েছেন নয় নাগরিক। শুক্রবার ভারতে প্রবেশ করা তিন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। তবে স্থলবন্দর দিয়ে এখনো দুই দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রয়েছে। শনিবার দিনগত রাত পর্যন্ত অন্তত ৩০টি সিমেন্টবাহী গাড়ি ভারতে প্রবেশের অপেক্ষায় রয়েছে।

বন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইব্রাহিম বাংলানিউজকে জানান, হয়তো কয়েক দিনের মধ্যে স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে।

বিলোনীয়া স্থলবন্দরের ইমিগ্রেশন ইনচার্জ সুজাত আলী মজুমদার বাংলানিউজকে জানান, শুক্রবার (১৩ মার্চ) থেকে ভারতের মুহুরীঘাট কেন্দ্রে কোন বাংলাদেশি যাত্রীকে প্রবেশ করতে দিচ্ছে না। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত তা কার্যকর থাকবে। শুধু ভারতীয় যাত্রীদের গ্রহণ করছে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
এসএইচডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।