গত ২৯ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর মুগদায় ছিনতাইয়ের সময় রিকশা থেকে ছিটকে পড়ে তারিনা বেগম লিপা নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৪ মার্চ) দিনগত রাতে রাজধানীর মুগদা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে এক রাউন্ড গুলি ভর্তি একটি আগ্নেয়াস্ত্র, দু’টি ছুরি, ছিনতাই কাজে ব্যবহৃত দু’টি প্রাইভেটকার এবং ভিকটিমের একটি ট্যাব ও নগদ এক হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
আটকরা হলেন- মো. মিজুয়ান মিয়া, শেখ লিটন, মো. আব্দুল মজিদ ও মো. রফিক হাওলাদার।
রোববার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার মো. আব্দুল বাতেন।
তিনি বলেন, লিপা নামে ওই নারী মারা যাওয়ার বিষয়টি গণমাধ্যমে পরদিন দেখে তারা মিরপুরে গা ঢাকা দেয়। শনিবার রাতেও চক্রটি ছিনতাইয়ের উদ্দেশে বের হবার প্রস্তুতির সময় গোপন সংবাদের ভিত্তিতে মুগদা এলাকা থেকে তাদের আটক করা হয়।
চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকায় প্রাইভেটকার ব্যবহার করে রিকশা যাত্রী ও পথচারীদের ব্যাগ ছিনতাই করে আসছিল।
আটক মিজুয়ানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, গত ২৯ ফেব্রুয়ারি ভোরে মুগদা এলাকার লিপা ছিনতাইয়ের ঘটনায় তারা জড়িত ছিল। তারা খিলগাঁও ফ্লাইওভার থেকে কমলাপুর স্টেডিয়ামের মাঝামাঝি অবস্থান করছিল।
ভোর সাড়ে ৫টার দিকে লিপা রিকশা করে যাওয়ার সময় তার হাতে থাকা ব্যাগটি দেখে তা নেওয়ার জন্য টার্গেট করে এবং রিকশা প্রাইভেটকারযোগে ধীর গতিতে অনুসরণ করতে থাকে। পরে দক্ষিণ মুগদার ইউনিক বাস কাউন্টার অতিক্রম করার পরে তারা লিপার হাতে থাকা ব্যাগ ধরে ছিনতাইয়ের উদ্দেশে টান দেয়। এ সময় ভিকটিম নিয়ন্ত্রণ হারিয়ে রিকশা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।
মিজুয়ান জানান, এ সময় তাদের বড় ভাই মনা গাড়ি চালাচ্ছিলেন। পরে তারা টয়েনবি রোড ফকিরাপুল, মতিঝিল, মিরপুর টেকনিক্যালে আরও একটি ছিনতাইয়ের ঘটনা ঘটায়। তারপর তারা বাসায় ফিরে যায়। গণমাধ্যমে প্রচারিত লিপার মৃত্যু সংবাদ শুনে তারা মিরপুরে বেশ কয়েকদিন গা ঢাকা দিয়েছিল।
আব্দুল বাতেন বলেন, এ ঘটনায় জড়িত মনা পলাতক আছেন। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। রাজধানীর বিভিন্ন থানায় গ্রেফতার শেখ লিটনের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। এছাড়া পলাতক মনার বিরুদ্ধেও চারটি মামলা আছে।
তিনি বলেন, তারা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ব্যবহার করে রাজধানীর বিভিন্ন সড়কে, তাদের সুবিধামতো স্থানে রাতে বা ভোর রাতে সড়কে চলাচলকারী ব্যক্তিদের গতিরোধ করে অস্ত্র ও ছুরির মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে মালামাল নিয়ে যায়। শনিবার রাতেও তারা ছিনতাইযের প্রস্তুতি নিচ্ছিল।
এক প্রশ্নের জবাবে ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, ঢাকায় যারা প্রাইভেটকারে ছিনতাই করে তারা যদি ছিনতাইয়ের প্রস্তুতি না নেয়, তাহলে শনাক্ত করা কঠিন। আর ছিনতাইকারীরাও টহল পুলিশ কিংবা পুলিশ পেট্রোল গাড়ির সামনে ছিনতাই করে না। তবে ছিনতাই এবং নগরবাসীর জানমাল রক্ষায় পুলিশ আরও বেশি প্রস্তুত থাকবে।
গত ২৯ ফেব্রুয়ারি সিলেটের গোলাম কিবরিয়া ও তার স্ত্রী তারিনা বেগম লিপা দুই সন্তানসহ কমলাপুর রেলস্টেশনে যাওয়ার সময় ছিনতাইকারীদের একটি চক্র লিপার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় লিপা রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
পিএম/আরবি/