ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নিখোঁজ সাংবাদিক কাজলের সন্ধান চায় শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
নিখোঁজ সাংবাদিক কাজলের সন্ধান চায় শিক্ষার্থীরা মানববন্ধনে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: সম্প্রতি নিখোঁজ দৈনিক পক্ষকালের সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (১৫ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।  

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে কোনো বিশৃঙ্খলা নেই, সুস্থভাবে দেশ চলছে।

বিভিন্ন প্রকল্পের কাজ চলমান রয়েছে, আইন-শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে। এ অবস্থায় একজন সাংবাদিক নিখোঁজ হওয়া বড় উদ্বেগের কারণ। আমরা তাকে সুস্থভাবে ফেরত চাই।

মানববন্ধনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী নিয়াজ মাহমুদ সজিব বলেন, মমতাময়ী প্রধানমন্ত্রীর অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এ দেশকে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে এসেছেন। তার নেতৃত্বে দেশের আইন-শৃঙ্খলা বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এ অবস্থায় একজন গণমাধ্যম কর্মী নিখোঁজ হওয়া আমাদের হতাশার মধ্যে ফেলে দেয়। আমরা প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখি, আমাদের বিশ্বাস আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিখোঁজ সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে খুঁজে তার পরিবারের কাছে ফিরিয়ে দেবেন। কেউ এভাবে নিখোঁজ হোক এটা আমরা চাই না।  

মানববন্ধনে নিখোঁজ সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের ছেলে মনোরম পলক বলেন, আমার বাবা গত ১০ মার্চ বিকেল ৩টায় বাসা থেকে বের হন। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। আমাদের বিশ্বাস আমার বাবা আবারও আমাদের মাঝে ফিরে আসবেন। সরকারের কাছে আমাদের আবেদন, আমার বাবাকে খুঁজে বের করে আমাদের পরিবারের কাছে ফিরিয়ে সহায়তা করবেন।

এ সময় মানববন্ধনে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
ইএআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।