রেজাউল ইসলাম উপজেলার সদর পৌর এলাকার সমাসপুর গ্রামের মোহাম্মদ দুখু মিয়ার ছেলে এবং ধান ব্যবসায়ী।
রোববার (১৫ মার্চ) দুপুরে উপজেলার তানোর-মুন্ডুমালা সড়কের বুড়াবুড়ি তলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বাংলানিউজকে বলেন, চাঁপাইনবাবগঞ্জের আমনুরা থেকে রাজশাহীর উদ্দেশে ওই যাত্রীবাহী বাসটি (চট্টগ্রাম-মেট্রো-জ-০৪-০১৭৮) ছেড়ে এসেছিল। দুপুর সাড়ে ১২টার দিকে বাসটি তানোর-মুন্ডুমালা সড়কের বুড়াবুড়ি তলা নামক স্থানে পৌঁছায়। এ সময় তানোর থেকে মুন্ডুমালাগামী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক বাসের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে। ঘটনার পর ঘাতক বাসটিকে জব্দ করা হয়। এছাড়া দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও উদ্ধার করে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় বাস রাজশাহী মহনগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার মোশাররফ হোসেনের ছেলে বাস চালক তালাশ হোসেনকে (৩৫) আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে রোববারই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি মামলা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
এসএস/ওএইচ/