ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত লোগো

ঢাকা: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বুধবার (১৮ মার্চ) থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পরিপ্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের অফিস সহায়ক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো.নাসির উদ্দিন জানান, সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আগামী ২০ ও ২৭ মার্চ  অফিস সহায়ক এবং সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর ও অফিস সহাকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিকের লিখিত পরীক্ষা স্থগিত করা হলো। পরবর্তীকালে পরীক্ষার নতুন তারিখ জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
ইএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।