সোমবার (১৬ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মানবসম্পদ ব্যবস্থাপনা সফটঅয়্যার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন শাহরিয়ার আলম।
তিনি বলেন, উন্নত রাষ্ট্রগুলোতে করোনাভাইরাস বেশি ছড়িয়েছে।
করোনা প্রতিরোধে সচেতনতার আহ্বান জানিয়ে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে শাহরিয়ার আলম বলেন, প্রবাসে যারা আছেন, এবং প্রবাস থেকে যারা আসছেন তাদের সবাইকে সচেতন হতে হবে করোনা ভাইরাস নিয়ে। কারণ সবাই সচেতন না হলে এ ভাইরাস প্রতিরোধ করা সম্ভব হবে না।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, সচিব মাসুদ বিন মোমেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
এসই/এইচজে