ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শিশুদের বিনামূল্যে মাস্ক দিলো পাথওয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
শিশুদের বিনামূল্যে মাস্ক দিলো পাথওয়ে

ঢাকা: বিশ্বজুড়ে করোনা আতঙ্কের মধ্যে বাংলাদেশেও ভাইরাসটিতে এখন পর্যন্ত আটজন আক্রান্তের খবর পাওয়া গেছে। ইতোমধ্যে করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি-বেসরকারি পর্যায়ে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে জনসচেতনতাকে গুরুত্ব দিয়ে সুবিধা বঞ্চিত মানুষ ও শিশুদের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে।

সোমবার (১৬ মার্চ) রাজধানীর মোহাম্মদপুরের এডেনবার্গ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ও ফেইসেস ইনক্লুসিভ অ্যান্ড স্পেশাল স্কুল নামে দু’টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঁচ হাজার মাস্ক বিতরণ করে প্রতিষ্ঠানটি।

এছাড়া জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে করোনা ভাইরাসের লক্ষণ ও সাবধানতা সম্বলিত বিভিন্ন রকম প্লেকার্ড ও ফেস্টুন বিতরণ করা হয়।

এ কার্যক্রমে অংশ নেন সমাজসেবা অধিদফতরের সমাজসেবা কর্মকর্তা (কার্যালয়-৬) সহিদুজ্জামান ও পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন।

এ বিষয়ে পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো জনসচেতনতায় এগিয়ে এলে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস থেকে বাংলাদেশকে নিরাপদ রাখা সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।