ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ফেনসিডিলসহ আটক ৩

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
আশুলিয়ায় ফেনসিডিলসহ আটক ৩

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ৪৮২ বোতল ফেনসিডিলসহ তিন যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

সোমবার (১৬ মার্চ) দুপুরে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের চিত্রশাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বগুড়া জেলার শাহজাহনপুর থানার আমজাদ হোসেনের ছেলে আবু তালেব জনি (২৫), নেত্রকোনা সদর থানার এলাকার লিটন মিয়ার ছেলে আল-আমিন (২২) ও আশুলিয়ার কাঁঠাল তলা এলাকার রমজানের ছেলে রিয়াজ (২০)।

মিরপুর র‌্যাব-৪ এর সিনিয়র এএসপি ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার উনু মং বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিত্রশাইল এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই তিন যুবককে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৪৮৬ বোতল ফেনসিডিল। আটকদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।