প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১৬ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে ভাষণের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে আগামী ২২ মার্চ সংসদের বিশেষ সেশন হবে তাতে রাষ্ট্রপতি ভাষণ দেবেন।
‘এখানে বঙ্গবন্ধুর জীবন, রাজনৈতিক দর্শন, কর্ম, পার্লামেন্টিরিয়ান হিসেবে তার ভূমিকা, তার দেশ পরিচালনা ও জনকল্যাণের যে জিনিসগুলো ওনার জীবনে আছে- এগুলোই রাষ্ট্রপতির ভাষণে প্রতিফলিত হচ্ছে। ’
অনোয়ারুল ইসলাম বলেন, এটা মন্ত্রিসভা অনুমোদন করে দিয়েছি। এখন এটার ক্লারিক্যাল বিষয় বানান-টানান কিছু ভুল আছে, সেটা কারেকশন করে দিলে এটা বঙ্গভবনে পাঠানো হবে। রাষ্ট্রপতি এ ভাষণ সংসদে দেবেন। ভাষণটি পড়তে রাষ্ট্রপতির ২৫ মিনিট থেকে আধঘণ্টা লাগতে পারে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
এমআইএইচ/ওএইচ/