অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
ঢাকা: রাজধানীর চকবাজারের দেবী দাস ঘাট লেন থেকে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের নকল প্রসাধসী জব্দ করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানা মালিক হাসান মাহমুদ সুমনকে আটক করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বিকেলে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বাংলানিউজকে জানান, রোববার (১৫ মার্চ) রাতে ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। কারখানায় বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের নকল পণ্য তৈরি করছিল।
আটক কারখানা মালিক সুমনকে এক বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি জানান, অভিযানে কারখানা থেকে অনুমোদনহীন বিদেশি ব্র্যান্ডের নকল পণ্য ও কেমিক্যাল, ট্যালকম পাউডার, ক্রিম, মেহেদীসহ কোটি টাকা মূল্যের প্রসাধনী জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
এমএমআই/আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।