ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার বার্তা বিশ্বে ছড়িয়ে দিতে চাই’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার বার্তা বিশ্বে ছড়িয়ে দিতে চাই’

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমরা এক দশক ধরে যে চেষ্টা চালিয়ে যাচ্ছি, মুজিববর্ষে বিশ্বসীর কাছে সেই বার্তা পৌঁছে দিতে চাই। 

সোমবার (১৬ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুজিব কর্নারের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আত্মত্যাগ, নির্যাতিত মানুষের জন্য প্রেম ভালোবাসা এবং সবসময় সত্য ও ন্যায়ের পথে যে সংগ্রাম করেছেন তা আমরা সারা বিশ্বে পৌঁছে দিতে চাই।

শুধু বাঙালি নয়, পৃথিবীর সব নির্যাতিতের পক্ষে তিনি জয়গান গেয়েছেন। বঙ্গবন্ধুর আত্মত্যাগের সেই বার্তা আমরা পৌঁছে দিতে চাই। একই সঙ্গে আমরা যে তার স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, সেই বার্তাও বিশ্বব্যাপী পৌঁছে দিতে চাই। বাংলাদেশ এখন উদীয়মান অর্থনীতি ও সম্ভাবনার দেশ।

একে আব্দুল মোমেন বলেন, বঙ্গবন্ধু সারাজীবন মানুষকে ভালোবেসে গেছেন। তিনি সফলও হয়েছেন। ঘাতকরা বঙ্গবন্ধুকে নিমর্মভাবে হত্যা করলেও তার বাণী অমর হয়ে আছে। এ কারণে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে বঙ্গবন্ধু কর্নার করেছি। গত বছর আমরা গণহত্যা কর্নার তৈরি করেছি। আরও একাধিক প্রোগ্রাম আমাদের হাতে আছে। আমরা সারা বছর এগুলো পালন করবো।

‘স্বাধীনতার ৫০ বছর ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর প্রাক্কালে পররাষ্ট্রে মন্ত্রণালয়ে মুজিব কর্ণার উদ্বোধন করতে পেরে আমরা খুবই আনন্দিত। এখানে বঙ্গবন্ধু বিষয়ক যত বই, তিনি পররাষ্ট্র বিষয়ক যত কাজকর্ম করেছেন, তার আমলে এ দেশে যে রাষ্ট্রনায়করা এসেছেন, সরকারি কাজে বঙ্গবন্ধু যেসব দেশ ভ্রমণ করেছেন এসবের নথিপত্র পাওয়া যাবে। বঙ্গবন্ধু যে নীতি ও আর্দশ দিয়ে গেছেন, এখন পর্যন্ত সেটি বলবৎ। বাংলাদেশের সঙ্গে সবার বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরি  নয়। আমরা এখনও সেটা ধারণ করে আছি। বিশ্বের ৭৭টি দেশে বাংলাদেশের মিশন আছে। প্রত্যেকটি মিশনে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করে বঙ্গবন্ধু বিষয়ক বইপত্র সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়ছে। এতে দেশের বাইরে প্রবাসী ও বিদেশিরা বঙ্গবন্ধু সর্ম্পকে জানতে পারবে। ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেনসহ অন্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
এসই/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।