মুজিববর্ষ উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) পরিকল্পনা মন্ত্রণালয়ে সকাল ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সোমবার (১৬ মার্চ) পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পরিকল্পনা বিভাগ ও পরিকল্পনা কমিশনে কর্মরত সব শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীদের ছেলে-মেয়েদের মধ্যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বাংলানিউজকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আমাদের বিশাল পরিকল্পনা ছিল। কিন্তু বর্তমানে সরকারের ৯৫ শতাংশ মনোনিবেশ হচ্ছে করোনা ভাইরাস থেকে সুরক্ষা করা। এ প্রাণঘাতী ভাইরাস যাতে না ছড়াই এজন্য আমরা সতর্ক থাকবো।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
এমআইএস/আরআইএস/