ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বেলুন উড়িয়ে মুজিববর্ষকে স্বাগত জানালেন কূটনীতিকরা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
বেলুন উড়িয়ে মুজিববর্ষকে স্বাগত জানালেন কূটনীতিকরা

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’কে স্বাগত জানিয়েছেন ঢাকার বিভিন্ন মিশনের কূটনীতিকরা।

সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বেলুন উড়িয়ে স্বাগত জানান কূটনীতিকরা। করোনা ভাইরাস পরিস্থিতি তুলে ধরতে কূটনীতিকদের জন্য ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

এ সময় কূটনীতিকরা বেলুন উড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষকে স্বাগত জানান।

এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন প্রমুখ উপস্থিত ছিলেন। এরপরে কেক কাটেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এ সময় ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্য, কানাডা, ভারত, চীন, রাশিয়া, মালয়েশিয়া, নেপাল, ব্রাজিল, জাতিসংঘের বাংলাদেশ আবাসিক প্রতিনিধি, ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিসহ বিভিন্ন মিশনের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।