সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ৭টায় উপজেলার কুড়াগাঁও এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নবীগঞ্জের সাতাইহাল গ্রামের সামছু মিয়া (৫৫) ও পানিউমদা গ্রামের ছমর মিয়ার ছেলে সুবেল মিয়া (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস নবীগঞ্জের কুড়াগাঁও এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার দুই যাত্রী এবং আহত হন অটোরিকশাচালক বুলবুল মিয়া (৪৫) ও যাত্রী ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা সদস্য জোছনা আক্তারসহ (৫৫) তিনজন। তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করলে উভয় দিকে সহস্রাধিক যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে হাইওয়ে ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূঁইয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
আরএ