ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় বাস খাদে পড়ে এক জন নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
তেঁতুলিয়ায় বাস খাদে পড়ে এক জন নিহত 

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আকাশ (২৮) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এসময় কম-বেশি আহত হয়েছে বাসের প্রায় ২০ যাত্রী।

সোমবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার দেবনগড় ইউনিয়নের চৌরাস্তা বাজার আমতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

আকাশ পঞ্চগড় সদর উপজেলার মালিপাড়া এলাকার পছিরউদ্দীনের ছেলে ও পঞ্চগড় রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি: ১৫৬৯) এর সদস্য।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জনতা এন্টারপ্রাইজ (চট্ট-মেট্রো-জ ১১-০১৫৯) নামে যাত্রীবাহী একটি বাস পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার উদ্দেশে ছেড়ে যায়। পথে আমতলি এলাকায় পৌঁছার পর বাসের সামনের একটি চাকা পাংচার হলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসের যাত্রীরা আতঙ্কিত হয়ে বাস থেকে লাফ দিয়ে নামার চেষ্টা করলে আকাশ বাসের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে তেঁতুলিয়া হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে আহতরা উপজেলা ও পঞ্চগড় সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নেয়।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবি প্রধান বাংলানিউজকে একজন যাত্রীর নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।