ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাবান্ধায় 'করোনা' সন্দেহে ভুটানের ট্রাক চালককে ফেরত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
বাংলাবান্ধায় 'করোনা' সন্দেহে ভুটানের ট্রাক চালককে ফেরত

পঞ্চগড়: বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর (ভারত, নেপাল, ভুটান ও বাংলাদেশ) বাংলাবান্ধা বন্দরে ভুটানের এক ট্রাক চালককে 'করোনা ভাইরাস’ আক্রান্ত সন্দেহে ফেরত পাঠানো হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে শিবা চন্দ্র রায় (৩৫) নামে ওই ট্রাক চালককে হ্যান্ড থার্মাল দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করলে মাত্রাতিরিক্ত তাপমাত্রা পায় বাংলাবান্ধা স্থলবন্দরের মেডিক্যাল টিম। এসময় 'করোনা' সন্দেহে পাথর বোঝাই ট্রাকসহ তাকে ভারতের ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে ফেরত পাঠানো হয়।

এ বিষয়ে পঞ্চগড় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান ভুটানের ওই ট্রাক চালককে ফেরত পাঠানোর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, 'করোনা ভাইরাসের’ ব্যাপারে জেলা স্বাস্থ্য বিভাগ সর্বদা তৎপর আছে। এ ধরনের কাউকে আমরা এলাও করবো না।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা মার্চ ১৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।