সোমবার (১৬ মার্চ) বিকেলে সাভার উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা. মোহাম্মদ সায়েমুল হুদা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন ।
তিনি জানান, গত শনিবার (১৪ মার্চ) ইতালি থেকে ৪ জন, সৌদি আরব থেকে ২ জন ও দুবাই থেকে ২ জন দেশে এসেছেন।
তিনি আরও বলেন, আমিনবাজার ২০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য উপকেন্দ্রকে কোয়ারেন্টাইন হিসেবে তৈরি রাখা হয়েছে। পাশাপাশি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে ৬ জন রোগী রাখার মতো ব্যবস্থা করা হয়েছে।
সতর্কতা হিসেবে জনসাধারণ যেন প্রয়োজন ছাড়া বাসা-বাড়ি থেকে বের না হন। ঘন ঘন হাত ধোঁয়ার পাশাপাশি হাঁচি-কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করা এবং আতংকিত না হয়ে শারীরিক অসুবিধা দেখা দিলে সঙ্গে সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সে আসার অনুরোধ জানান এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
এমআরএ/