ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মাদকদ্রব্য আত্মসাতের অভিযোগে ওসিসহ ৫ জনকে প্রত্যাহার 

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
মাদকদ্রব্য আত্মসাতের অভিযোগে ওসিসহ ৫ জনকে প্রত্যাহার 

বেনাপোল (যশোর): যশোরের শার্শা থানায় উদ্ধার করা মাদকদ্রব্য আত্মসাতের অভিযোগে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমানসহ পাঁচ পুলিশকে প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহারকৃতরা হলেন- শার্শা থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আতাউর রহমান,  উপ পরিদর্শক (এসআই) আবুল হাসান, সহকারী উপ পরিদর্শক (এএসআই) আবু বক্কর সিদ্দিক, কনস্টেবল আব্দুল মান্নান ও মো. ইকবাল হোসেন।

সোমবার (১৬ মার্চ) খুলনার ডিআইজি ড. মুহাম্মদ মহিদ উদ্দিনের এক অফিস আদেশে তাদের ক্লোজ করা হয়।

আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে শার্শা থানার ওসি আতাউর রহমানকে প্রত্যাহার করে খুলনা রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ)-এ সংযুক্ত করা হলো। একইসঙ্গে এসআই মো. আবুল হাসান, এএসআই আবু বক্কর সিদ্দিক, কনস্টেবল মো. আব্দুল মান্নান ও মো. ইকবাল হোসেনকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হলো।

গোপন সূত্রে জানা যায়, ওসি ও তার সহযোগীরা উদ্ধার করা ৪৫০ বোতল ফেনসিডিল ও ১৬ কেজি গাঁজা আত্মসাৎ করেছেন। সেই কারণে তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা।

ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৫ জনকে প্রত্যাহার বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার তদন্ত ওসি আল ফরিদ।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।