সোমবার (১৬ মার্চ) রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ থেকে মিয়ানমার নাগরিকদের ফিরিয়ে নিতে দেশটির ওপর আরও চাপ সৃষ্টি করা উচিত।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।
বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১১ লাখের বেশি রোহিঙ্গা নাগরিককে আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতার প্রশংসা করেন।
বৈঠকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস প্রাদুর্ভাবের বিষয়টি নিয়ে আলোচনা হয়। এসময় প্রাণঘাতী কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সরকারের সতর্কতামূলক পদক্ষেপের কথা উল্লেখ করেন শেখ হাসিনা।
বৈঠকের শুরুতে মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মুজিববর্ষ’ উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানান।
মার্কিন দূতাবাস আলাদা কর্মসূচির মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন করবে বলেও জানান তিনি।
এসময় মার্কিন রাষ্ট্রদূত ১৯৭৪ সালে জাতির পিতার যুক্তরাষ্ট্র সফরের সময় বঙ্গবন্ধুর এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের ফটোগ্রাফের একটি অ্যালবাম প্রধানমন্ত্রীকে উপহার দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
এমইউএম/এনটি