ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ডেপুটি স্পিকারের অনুষ্ঠানে পচা মিষ্টি দিয়ে ফাঁসলেন দোকানি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
ডেপুটি স্পিকারের অনুষ্ঠানে পচা মিষ্টি দিয়ে ফাঁসলেন দোকানি

ঢাকা: ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার ঘরোয়া অনুষ্ঠানে পচা মিষ্টি সরবরাহ করে ফেঁসে গেলেন রাজধানীর আসাদগেট এলাকার ভাগ্যকুল মিষ্টির দোকানি।

সোমবার (১৬ মার্চ) রাতে এমন অভিযোগে ওই মিষ্টির দোকানিকে ধরে নিয়ে যায় মোহাম্মদপুর থানা পুলিশ। পরে বিষয়টি নিয়ে আলোচনার পর ডেপুটি স্পিকার ওই দোকানিকে ক্ষমা করে দেওয়ায় তাকে ছেড়ে দেয় পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে ভাগ্যকুলের ওই মিষ্টির দোকানে আসেন মোহাম্মদপুর থানা পুলিশ। এরপর দোকানিকে গাড়িতে করে ধরে নিয়ে যান পুলিশ সদস্যরা।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, ডেপুটি স্পিকারের একটি ঘরোয়া অনুষ্ঠানে ভাগ্যকুলের ওই দোকান থেকে পঁচা মিষ্টি সরবরাহ করা হয়। এমন অভিযোগে মিষ্টির দোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। পরে ডেপুটি স্পিকার ওই দোকানিকে ক্ষমা করে দেওয়ায় তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০১৩৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
পিএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।