ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কাহারোলে ইতালি ফেরত একজন হোম কোয়ারেন্টাইনে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
কাহারোলে ইতালি ফেরত একজন হোম কোয়ারেন্টাইনে

দিনাজপুর: দিনাজপুরের কাহারোলে ইতালি থেকে আসা একজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
 

কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র বিষয়টি জানায়।
 
জানা যায়, দিনাজপুরের কাহারোল উপজেলায় ২১ বছর পর গত ১০ মার্চ তিনি ইতালি থেকে  দেশে আসেন।

তার বয়স (৪৩) বছর। বিমান বন্দরে পরীক্ষায় তার শরীরে কোনো ভাইরাস না পাওয়ায় তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বাড়িতে আসা মাত্রই কাহারোল উপজেলা স্বাস্থ্য বিভাগ তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়।

কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউল আযম জানান, ইতালি ফেরত সেই নাগরিক স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে। তার শরীরে এখনো পর্যন্ত করোনার কোনো লক্ষণ দেখা যায়নি। যেহেতু তিনি ইতালি থেকে এসেছেন তাই তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।