ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মুজিববর্ষে বাংলাদেশের প্রতি চীনের সংহতি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
মুজিববর্ষে বাংলাদেশের প্রতি চীনের সংহতি বাংলাদেশ-চীন

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষে সংহতি প্রকাশ করেছে চীন। মঙ্গলবার (১৭ মার্চ) ঢাকার চীন দূতাবাসের এক বার্তায় এই সংহতি প্রকাশ করা হয়।

ঢাকা নিযুক্ত চীন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এক বার্তায় ্ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামটি আমাদের ঐক্য ও সোনার বাংলাদেশকে স্মরণ করিয়ে দেয়। বঙ্গবন্ধুর বৈদেশিক সম্পর্কের নীতি এবং নতুন চীন সম্পর্কে গভীর পর্যবেক্ষণ চীন-বাংলাদেশ বন্ধুত্বের পথ প্রশস্ত করেছিল।

সেই বন্ধুত্ব শুরু থেকে এখনো বর্তমান। ’

তিনি বলেন, ‘চীন সর্বাত্মক সংহতির সঙ্গে বাংলাদেশের পাশে দাঁড়ানোর দৃঢ় সংকল্প গ্রহণ করেছে। এছাড়া আঞ্চলিক ও বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও মানবজাতির ভবিষ্যত সমৃদ্ধির এক নতুন উচ্চতায় নিতে আমাদের কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করার জন্য চীন বাংলাদেশের সঙ্গে কাজ করবে। জয় বাংলা! জয় বঙ্গবন্ধু! জয় চীন বাংলাদেশের বন্ধুত্ব!’

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।