মঙ্গলবার (১৭ মার্চ) সকালে হাটিকুমুরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে পুলিশের সার্জেন্ট ফয়সাল আহমেদ বাংলানিউজকে বলেন, মাছভর্তি ভটভটিটি হাটিকুমরুল আড়তে আসার পথে ঘটনাস্থলে এলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের একজন ও ভটভটিতে থাকা এক মাছ ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
এসআরএস