মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৮টার দিকে প্রথম ট্রিপ যাত্রী নিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া থেকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের উদ্দেশে রওনা হয়ে যায়।
এর আগে, ফিতা কেটে ও যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে ফ্রি এ বাস সার্ভিস কর্মসূচির উদ্বোধন করেন বিআরটিসির টেকনিক্যাল ম্যানেজার মো. নায়েব আলী।
এ সময় বিআরটিসির ম্যানেজার (অপারেশন) মো. জামশেদ, গোপালগঞ্জের ম্যানেজার নিহার রঞ্জণ মুজমদারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ঘোনাপাড়া মোড় থেকে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিসৌধ পর্যন্ত বিনা ভাড়ায় যাত্রী পরিবহনে বিআরটিসি বিশেষ বাস সার্ভিস চালু থাকবে।
বিআরটিসি সূত্র জানায়, বিনা ভাড়ার বাসটি ঘোনাপাড়া থেকে সকাল ৮টা, দুপুর ১২টা এবং বিকেল ৪টায় টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর সমাধি সৌধের দিকে এবং সেখান থেকে সকাল ১০টা, দুপুর ২টা এবং সন্ধ্যা ৬টায় যাত্রী নিয়ে ঘোনাপাড়া মোড়ে ফিরে আসবে।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
এসআরএস