ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

অবিনশ্বর ১০০

শুভ জন্মদিন শেখ মুজিবুর রহমান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
শুভ জন্মদিন শেখ মুজিবুর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১৯২০ সালের এই দিন। হাজার বছরের অন্ধকার ভাঙতে জন্ম নিয়েছিল এক আলোকশিশু। যার জন্মের সঙ্গে একটি জাতির ভাগ্য লেখা হয় মুক্তির সনদ; যার কান্নায় ধন্নিত হয় যুগ-যুগের পরাধীনতার আর্তনাদ! সারাবিশ্ব দেখেছে, সেই শিশুই একদিন জাতিকে পথ দেখায় মুক্তিচেতনার মশাল হাতে, এনে দেয় স্বাধীনতা!

মঙ্গলবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে আমরা সবাই শপথ নিই, 'চেতনার সেই অবিনশ্বর আলোকশিখা আমরা বয়ে নিয়ে যাবো প্রজন্ম থেকে প্রজন্মে। '

শুভ জন্মদিন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিএসআরএম পরিবারের পক্ষ থেকে তাকে স্মরণ করছি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।