জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৭ মার্চ) সকালে নড়াইলের পুরাতন বাস টার্মিনাল এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা। পরে বঙ্গবন্ধু মঞ্চে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) আনজুমান আরা, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এস এম ফজলুর রহমান জিন্নাহ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, জেলা যুবলীগের আহ্বায়ক ওহিদুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শুভেচ্ছা জানান স্ব স্ব প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে নড়াইল ও লোহাগড়ার আরও কয়েকটি প্রতিষ্ঠানে অংশগ্রহণ করার কথা রয়েছে মাশরাফির।
এর আগে ব্যস্ত নগরী ঢাকা থেকে সোমবার (১৬ মার্চ) দিনগত রাতে নড়াইলে পৌঁছান তিনি।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
এসআরএস