৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে অন-অ্যারাইভাল ভিসায় আগমন বন্ধ থাকলেও এই দুই বিদেশি নাগরিক আগমন করেন এ ভিসায়। ফলে তাদের বিমানবন্দরের অন-অ্যারাইভাল ভিসা না দিয়ে নিজ দেশে ফেরত পাঠায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপের ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান।
তিনি বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৩১ মার্চ পর্যন্ত অন-অ্যারাইভাল ভিসা বন্ধ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও আইভেরিকোস্টের এই দুই নাগরিক দেশে এলেও তাদের কাছে কোনো ভিসা ছিল না। ফলে অন-অ্যারাইভাল ভিসা না দিয়ে তাদের দুইজনকেই ফিরতি বিমানেই নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ১৬ মার্চ (সোমবার) দুপুর ১২টার পর থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের কোনো যাত্রী বাংলাদেশে আসতে পারবেন না। সব দেশের জন্য অন-অ্যারাইভাল ভিসা বাতিল করা হয়েছে। করোনা আক্রান্ত কোনো দেশ থেকে বাংলাদেশি কেউ এলে সেলফ (নিজ উদ্যোগে) কোয়ারেন্টাইনে থাকতে হবে। আমরা এসব বিষয় বাস্তবায়ন করেছি। এসব বিষয়ে সব বিমানবন্দর ও এয়ারলাইন্সকেও নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
টিএম/এএটি