মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার প্রেমতলা বিসিক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ।
এছাড়া তাকে আগামী ২৮ মার্চ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ বাংলানিউজকে জানান, গত ১৪ মার্চ ওই যুবক ইতালি থেকে দেশে আসেন। তিনি ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করে গত দুইদিন ধরে সদর উপজেলার প্রেমতলা বিসিক এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে বাজার ও সাধারণ মানুষের মধ্যে ঘুরে বেড়ান। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া তাকে আগামী ২৮ মার্চ পর্যন্ত তার ওই আত্মীয়ের বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়।
এদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শরীয়তপুরে বিদেশ ফেরত ২২৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. এসএম আব্দুল্লাহ আল মুরাদ। গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে যোগ হয়েছেন ৩৪ জন এবং ছাড়া পেয়েছেন ২১ জন।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
আরএ