মঙ্গলবার (১৭ মার্চ) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা তাদের তৈরি করা দেয়ালিকা নিয়ে গ্রহণ করে শিক্ষার্থীরা তাদের স্ব স্ব দেয়ালিকায় গল্প-কবিতার বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন তুলে ধরে। পরিষদ প্রাঙ্গনে ক্ষুদে শিক্ষার্থীদের তৈরি করা দেয়ালিকা সবার দৃষ্টি কাড়ে।
দেয়ালিকা প্রদর্শনী পরিদর্শন করেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শাহীন মুন্সী, মহিলা ভাইস-চেয়ারম্যান রোখসানা আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শরীয়ত উল্যাহ বাঙ্গালী প্রমুখ। তারা ক্ষুদে শিক্ষার্থীদের প্রতিভা দেখে সন্তোষ প্রকাশ করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান বলেন, বঙ্গবন্ধুকে জানা, মুক্তিযুদ্ধের ইতিহাস জানা, বই পাঠে আগ্রহ বাড়ানো, সাহিত্যচর্চায় মননশীলতা বৃদ্ধি, প্রতিষ্ঠান পর্যায়ে সাংস্কৃতিক চর্চার বিকাশের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
এসএইচডি/এবি