মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে সদর উপজেলার উত্তর চেলোপাড়া এলাকাবাসীর মধ্যে এ আতঙ্ক ছড়িয়েছে পড়ে।
জানা যায়, গত ১৪ মার্চ ইতালি থেকে ঢাকায় আসেন ওই যুবক।
পরিমল কুমার বাংলানিউজকে জানান, ছেলেটি নামাজের জন্য মসজিদে যেতে চাইলে আমি ১৪ দিন অতিক্রান্ত না হওয়া পর্যন্ত তাকে (হোম কোয়ারেন্টাইনে) বাড়িতেই নামাজ পড়ার জন্য অনুরোধ করেছি।
তিনি আরও বলেন, মঙ্গলবার সকালে হঠাৎ করেই এলাকাবাসীর মধ্যে ওই ছেলেকে নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই কেন বাড়িতে অবস্থান করছে সে ব্যাপারে প্রশ্ন তুললে এলাকাবাসীর সঙ্গে ওই যুবকের পরিবারের সদস্যদের কিছু বাদানুবাদ হয়। বিষয়টি জানার পরপরই আমি পুলিশ এবং স্বাস্থ্য বিভাগে ফোন করি।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু জানান, ওই যুবক শারীরিকভাবে পুরোপরি সুস্থ আছেন। আমাদের কর্মীরা ওই যুবক এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। তবে যেহেতু ইতালি থেকে ফেরিছেন তাই ১৪ দিন অতিক্রান্ত না হওয়া পর্যন্ত তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার পদ্ধতি শিখিয়ে দেওয়া হয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান জানান, তিনি ওই যুবকের সঙ্গে ফোনে কথা বলেছেন। যুবকটি হজ্ব ক্যাম্প থেকে পালিয়ে এসেছে এমন কোনো তথ্য তাদের কাছে নেই।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
কেইউএ/ওএইচ/