মঙ্গলবার (১৭ মার্চ) রাত ৮টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বর্ণিল আতশবাজির সমারোহে রাতকে আলোয় ভরে দিয়ে এভাবেই শুরু হলো মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ। শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন বিষয়ক জাতীয় বাস্তবায়ন কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
দেশসহ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রকোপের মুখে গণজমায়েত বাদ দিয়ে আয়োজন করা হয়েছে মুজিববর্ষের অনুষ্ঠানমালা। আতশবাজির আয়োজন শেষে বাংলাদেশ টেলিভিশনসহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেলেই জন্মশতবার্ষিকী ঘিরে পূর্বে ধারণকৃত দুই ঘণ্টাব্যাপী উদ্বোধনী অনুষ্ঠান ‘মুক্তির মহানায়ক’ প্রচারিত হচ্ছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পিক্সেল ম্যাপিংয়ের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শেষ হবে।
মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানের আগে রাত ৭টা ৫৯ মিনিটেই সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভের কাছে ভেসে আসতে থাকে সাংস্কৃতিক, রাজনীতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরের ভরাট কণ্ঠ। প্রায় এক মিনিট ধরে তিনি অভিবাদন জানান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানকে। তাকে কৃতজ্ঞতা জানান স্বাধীন এই স্বদেশভূমি উপহার দেওয়ার জন্য।
বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
ডিএন/এইচজে