ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মুজিববর্ষে বিডিএফএর ওয়েবসাইট উদ্বোধন ও স্মার্ট কার্ড বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
মুজিববর্ষে বিডিএফএর ওয়েবসাইট উদ্বোধন ও স্মার্ট কার্ড বিতরণ বিডিএফএর ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠান। ছবি: বাংলানিউজ

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে দেশের সব দুগ্ধ খামারিদের ডিজিটাল প্লাটফর্মে আনতে উদ্বোধন করা হলো বাংলাদেশ ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) ওয়েবসাইট।

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর আজিমপুরের স্যার সলিমুল্লাহ এতিমখানা মিলনায়তনে ওয়েবসাইটের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. আব্দুল জব্বার শিকদারসহ অন্য সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিডিএফএ নেতৃস্থানীয় গণ্যব্যক্তি।

এখন থেকে দুগ্ধখামারীরা বিডিএফএ ওয়েব পেইজ (www.bdfabd.com) থেকে তাদের প্রয়োজনী পণ্য ও সেবার অর্ডার করতে পারবেন।  

অর্ডারটি পৌছে যাবে খামারিদের ওষুধ ও অন্য উপকরণ সরবরাহকারী কোম্পানির কাছে। ক’দিনের মধ্যে খামারিদের ঠিকানায় ন্যায্য মুল্যে পণ্য পৌছে দেবে কোম্পানির প্রতিনিধি।   

খামারি ও খামারের প্রয়োজনীয় বিক্রেতাদের মধ্যে সংযোগ তৈরি করতে প্রথমবারের মত ওয়েবসাইট চালুর পাশাপাশি সংগঠনের সদস্যদের স্মার্ট সদস্য কার্ড দেওয়া হয়।  

এ কার্ডের সাহায্যে বাংলাদেশ ডেইরি ফার্মাস অ্যাসোসিশনের অধীনে সারাদেশের সদস্যরা পাবেন উপজেলা/জেলা ভিত্তিক প্রশিক্ষণ, বিদেশি ও সরকারি ভ্যাকসিন, দেশি বিদেশি উন্নত জাতের ষাঁড়ের সিমেন, বিদেশি উচ্চমানের আমদানি করা ফিড এডিটিভ ও সাপ্লিমেন্ট, দেশি ও বিদেশ থেকে আমদানি করা পশু খাদ্য, বিদেশি উচ্চ মানের আধুনিক মেশিনারিজ ও যন্ত্রাংশ, প্রফেশনাল কনসালটেন্সি সুবিধা।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
এসই/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।