মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর আজিমপুরের স্যার সলিমুল্লাহ এতিমখানা মিলনায়তনে ওয়েবসাইটের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. আব্দুল জব্বার শিকদারসহ অন্য সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিডিএফএ নেতৃস্থানীয় গণ্যব্যক্তি।
এখন থেকে দুগ্ধখামারীরা বিডিএফএ ওয়েব পেইজ (www.bdfabd.com) থেকে তাদের প্রয়োজনী পণ্য ও সেবার অর্ডার করতে পারবেন।
অর্ডারটি পৌছে যাবে খামারিদের ওষুধ ও অন্য উপকরণ সরবরাহকারী কোম্পানির কাছে। ক’দিনের মধ্যে খামারিদের ঠিকানায় ন্যায্য মুল্যে পণ্য পৌছে দেবে কোম্পানির প্রতিনিধি।
খামারি ও খামারের প্রয়োজনীয় বিক্রেতাদের মধ্যে সংযোগ তৈরি করতে প্রথমবারের মত ওয়েবসাইট চালুর পাশাপাশি সংগঠনের সদস্যদের স্মার্ট সদস্য কার্ড দেওয়া হয়।
এ কার্ডের সাহায্যে বাংলাদেশ ডেইরি ফার্মাস অ্যাসোসিশনের অধীনে সারাদেশের সদস্যরা পাবেন উপজেলা/জেলা ভিত্তিক প্রশিক্ষণ, বিদেশি ও সরকারি ভ্যাকসিন, দেশি বিদেশি উন্নত জাতের ষাঁড়ের সিমেন, বিদেশি উচ্চমানের আমদানি করা ফিড এডিটিভ ও সাপ্লিমেন্ট, দেশি ও বিদেশ থেকে আমদানি করা পশু খাদ্য, বিদেশি উচ্চ মানের আধুনিক মেশিনারিজ ও যন্ত্রাংশ, প্রফেশনাল কনসালটেন্সি সুবিধা।
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
এসই/এবি