একইসঙ্গে ১০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে ১৫ বান্ডেল ঢেউটিন বিতরণ করা হয়েছে।
এছাড়াও আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জমি আছে ঘর নাই এমন ৩৬০ জনের মধ্যে ঘরের চাবি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনছুর আহম্মেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ।
এছাড়াও মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণসহ দিনভর সংক্ষিপ্ত পরিসরে নানা কর্মসূচি উদযাপিত হয়েছে।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
আরএ