ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ২৮৯ জন হোম কোয়ারেন্টাইনে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
সিলেটে ২৮৯ জন হোম কোয়ারেন্টাইনে ছবি: সংগৃহীত

সিলেট: করোনা সন্দেহে সিলেটে ২৮৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। হাসপাতালে কোয়ারেন্টাইনে আছেন সৌদি ফেরত এক নারী এবং ১০ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে বাংলানিউজকে এ তথ্য জানান সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল।

এছাড়া মৌলভীবাজারে ১১৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন জানান ওই জেলার সিভিল সার্জন ডা. তৌহিদ আহমদ।

আর সুনামগঞ্জে ১৪ জন ও হবিগঞ্জে ৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন জানান সংশ্লিষ্টরা।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল আরো বলেন, সিলেটের যে ২৮৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, তাদের বেশিরভাগই প্রবাসী। রয়েছেন তাদের স্বজনরাও।

বাংলাদেশ সময়: ২৩১৯ ঘন্টা, মার্চ ১৭, ২০২০
এনইউ/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।