ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কোয়ারেন্টাইন ভঙ্গ করায় প্রবাসীকে অর্থদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
কোয়ারেন্টাইন ভঙ্গ করায় প্রবাসীকে অর্থদণ্ড প্রতীকী ছবি

নওগাঁ: নওগাঁর ধামইরহাটে বিদেশ ফেরত ৩ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। এর মধ্যে একজন হোম কোয়ারেন্টাইন থেকে লোকালয়ে আসায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায় ভ্রাম্যমাণ আদালতে তার অর্থদণ্ড প্রদান করেন।  

জানা যায়, চলতি মাসের ১১ মার্চ ব্রুনাই থেকে বাংলাদেশ আসেন ওই যুবক।

এরপর ঢাকায় ৬ দিন অবস্থানের পর তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়ে ১৬ মার্চ ধামইরহাটে গ্রামের বাড়িতে পাঠানো হয়।  

কিন্তু বাড়িতে এসে প্রকাশ্যে চলাফেরা করতে থাকেন তিনি। এরপর খবর পেয়ে ১৭ মার্চ উপজেলা নির্বাহী অফিসার ওই যুবককে হোম কোয়ারেন্টাইন ভেঙে লোকালয়ে আসার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ হাজার টাকা জরিমানা করেন।  

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস। পরে তাকে আরও ৭ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।