মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায় ভ্রাম্যমাণ আদালতে তার অর্থদণ্ড প্রদান করেন।
জানা যায়, চলতি মাসের ১১ মার্চ ব্রুনাই থেকে বাংলাদেশ আসেন ওই যুবক।
কিন্তু বাড়িতে এসে প্রকাশ্যে চলাফেরা করতে থাকেন তিনি। এরপর খবর পেয়ে ১৭ মার্চ উপজেলা নির্বাহী অফিসার ওই যুবককে হোম কোয়ারেন্টাইন ভেঙে লোকালয়ে আসার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস। পরে তাকে আরও ৭ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
ইউবি