আটককৃতরা হলেন, ওই এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম প্যাদা ও তার সহযোগী এবং শ্যালক মো. আরমান শেখ, শ্বশুর মো. গোলাম শেখ, স্ত্রীর বড় বোন মোসা. জেসমিন বেগম ও মো. শাকিল।
মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক হওয়া রফিকুল ইসলাম প্যাদার বিরুদ্ধে ৫টি এবং তার সহযোগী ও শ্যালক আরমান শেখের বিরুদ্ধে ১৫টি ও শ্বশুর গোলাম শেখ ও শাকিলের বিরুদ্ধে ১টি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রয়েছে।
এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের সহকারি কমিশনার নরেশ চন্দ্র কর্মকার।
বাংলাদেশ সময় : ০৪০২ ঘন্টা, মার্চ ১৮, ২০২০
এমএস/ইউবি