মঙ্গলবার (১৭ মার্চ) রাত আটটার দিকে উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সামি চট্টগ্রামের রাহাত্তারপুল এলাকার মো. ইলিয়াসের ছেলে ও চট্টগ্রামের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, নিহত যুবক রিয়াজ মো. সামি মোটরসাইকেলে করে চট্টগ্রাম যাচ্ছিলেন। তিনি হারবাং পেট্রোল পাম্প এলাকায় পৌঁছালে কক্সবাজারমুখী একটি দ্রুতগামী প্রাইভেট কার তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ০৪১২ মার্চ ১৮, ২০২০
এসবি/ইউবি