ফরিদপুর থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম আজাদ জানান, গত ১৪ মার্চ (শনিবার) বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয় শিশু সুমনা। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে পরদিন (১৫ মার্চ, রোববার) ফরিদপুর থানায় একটি সাধারন ডায়েরি করেন সুমনার পিতা।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বাড়ি থেকে কিছুদূরে জনৈক রবিউল ইসলামের নির্মাণাধীন বাড়ির বারান্দার শিশু সুমনার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। শিশুটির মৃতদেহ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে বলে যাবে তার মৃত্যুর কারণ।
তবে কারা কি কারণে শিশুটিকে হত্যা করেছে সেটি বলতে পারেনি পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠ তদন্তকারী কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
এমআর/ইউবি