ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে হোম কোয়ারেন্টাইনে ২৩ জন, নিয়ম মানছে না অনেকে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
নীলফামারীতে হোম কোয়ারেন্টাইনে ২৩ জন, নিয়ম মানছে না অনেকে ছবি-সংগৃহীত

নীলফামারী: নীলফামারীতে  দেশে ফেরা আরও ২৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ০১ মার্চ পর্যন্ত দেশে ফেরা ৪৪ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে ইতোমধ্যে। তারা সকলেই সুস্থ্য আছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, জেলায় ১৭ মার্চ পর্যন্ত দেশে ফেরা ২৩ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। এর মধ্যে ডোমারে ৫ জন, ডিমলায় ৬ জন, সৈয়দপুরে ৪ জন এবং জেলা সদরে ৮ জন।

তারা সকলে স্বাস্থ্য বিভাগের নজরদারীতে আছেন।  

ওই ২১ জনের মধ্যে সিঙ্গাপুর থেকে ৪ জন, অস্ট্রেলিয়া থেকে ১ জন, কাতার থেকে ১ জন, মালেয়শিয়া থেকে ৫ জন, ইতালি থেকে ২ জন, জার্মানি থেকে ২ জন, চীন থেকে ১ জন, ভারত থেকে ৩ জন ও ফ্রান্স থেকে ২ জন রয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ হোম কোয়ারেন্টাইনে থাকা অনেকে নিয়ম মানছেন না। ঘরের মধ্যে থাকার কথা থাকলেও অনেকে কোনো কোনো কাজের জন্য প্রকাশ্যে চলাফেরা করছেন। তাদের মধ্যে অনেককে জনবহুল এলাকা হাট-বাজারেও দেখা গেছে।

এ বিষয়ে ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, হোম কোয়ারেন্টাইনে থাকা কেউ বাইরে ঘোরাফেরা করছেন এমন তথ্য আমাদের এখনও কেউ জানায়নি। খবর পেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন বলেন, জেলায় নতুন করে আসা আরও ২৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা বাইরে ঘোরাফেরা করছেন অভিযোগের ব্যাপারে তিনি বলেন, এমন অভিযোগ এর আগে পাইনি। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে খোঁজ নিয়ে দেখছি। সত্যতা পেলে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৭৪৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।