ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কোটি মানুষের কণ্ঠস্বরের মোড়ক উন্মোচন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
কোটি মানুষের কণ্ঠস্বরের মোড়ক উন্মোচন

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি প্রকাশিত ‘কোটি মানুষের কণ্ঠস্বর’ শিরোনামের স্মরণিকার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়েছে। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (১৭ মার্চ) এ মোড়ক উন্মোচন করেন।

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং কমিটির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বুধবার (১৮ মার্চ) জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

একই মলাটের মধ্যে বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশিত 'কোটি মানুষের কণ্ঠস্বর' ইংরেজিতে 'ভয়েস অব মিলিয়ন্স' স্মরণিকার বিষয়বস্তুর মধ্যে রয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী, শেখ রেহানার কবিতা, বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত সচিত্র জীবনী। স্মরণিকায় নিবন্ধ, স্মৃতিকথা লিখেছেন শেখ হাসিনা, শেখ রেহানা, প্রণব মুখার্জি, অক্সফামের সাবেক কর্মকর্তা জুলিয়ান ফ্রান্সিস, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, ড. কামাল আবদুল নাসের চৌধুরী ও সৈয়দ বদরুল আহসান।  

এছাড়া রয়েছে বঙ্গবন্ধুর স্মরণীয় বাণী, বঙ্গবন্ধু সম্পর্কে বিশিষ্টজনদের স্মরণীয় উক্তি, বাঙালির মুক্তির সনদ ছয় দফা, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, স্বাধীনতার ঘোষণা, জাতিসংঘে বঙ্গবন্ধুর ভাষণ, বঙ্গবন্ধুর লিখিত গ্রন্থগুলোর পরিচিতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি এবং বঙ্গবন্ধুর  জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্যদের নামের তালিকা।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।