ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ইতালিফেরত ব্যক্তি করোনায় আক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
গাজীপুরে ইতালিফেরত ব্যক্তি করোনায় আক্রান্ত

ঢাকা: গাজীপুরে কোয়ারেন্টাইনে থাকা এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ইতালিফেরত বলে জানা যায়। বিদেশফেরত যে ৪৮ জনকে গাজীপুরে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল এই ব্যক্তি তাদের একজন।

বুধবার (১৮ মার্চ) গাজীপুরের সিভিল সার্জন খায়রুজ্জামান বাংলানিউজকে বিষয়টি জানান।

গাজীপুরে সিভিল সার্জন খায়রুজ্জামান বলেন, গাজীপুরে কোয়ারেন্টিনে থাকা এক ব্যক্তির দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।

গতকাল রাতে আমরা এটা নিশ্চিত হয়েছি।

আক্রান্ত ব্যক্তিকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েনে গাজীপুরের সিভিল সার্জন।

এ নিয়ে বাংলাদেশে মোট করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা দাাঁড়ালো ১১ জনে। এর মধ্যে তিনজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
আরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।