ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পোস্টাল সার্ভিসে কন্স্যুলার সেবা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পোস্টাল সার্ভিসে কন্স্যুলার সেবা লন্ডনে বাংলাদেশ হাইকমিশন।

ঢাকা: করোনা ভাইরাসের কারণে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে পোস্টাল সার্ভিসে কন্স্যুলার সেবা নেওয়া যাবে।

বুধবার (১৮ মার্চ) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, এমআরপি রি-ইস্যু, ভিসা, এনভিআর ও ডকুমেন্ট সত্যায়নের ক্ষেত্রে পোস্টাল সার্ভিসের মাধ্যমে আবেদন করা যাবে।

তবে ভিসা ও এনভিআরের ক্ষেত্রে মেডিক্যাল সার্টিফিকেট জমা দিতে হবে।

এছাড়া, নতুন এমআরপি, জন্মনিবন্ধন সনদ, পাওয়ার অব অ্যাটর্নি ও স্বাক্ষর সত্যায়ন পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
টিআর/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।